বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মতলবের নাট্যাঙ্গন: একাল-সেকাল

মতলবের নাট্যাঙ্গন: একাল-সেকাল

চাঁদপুর, ১৫ এপ্রিল, এবিনিউজ : নাটক মানুষের জীবনের প্রতিচ্ছবি, মানুষের কথা বলে। বৃহত্তর মতলব থানার নাট্যাঙ্গন ছিল সরগরম। চাঁদপুরের বৃহত্তর মতলব থানার বিভিন্ন স্থানে নাট্যকর্মীরা বিভিন্ন উৎসব উপলক্ষে নাটকমঞ্চস্থ করতো।

একসময় নাটক দেখার জন্য মানুষ উৎফুল্ল ছিল। এখন ঘরে বসেই টেলিভিশনের পর্দায় নাটক উপভোগ করে। আশি দশকে মতলবে নাটকের সরগরম থাকলেও বর্তমান সময়ে একঝাঁক নাট্যশিল্পী নাট্য সংগঠনগুলোকে শক্তিশালী করে রেখেছে।

আশি দশকের সময়ে যারা নাটকে সরগরম করেছেন বৃহত্তর মতলবে তাঁরা হলেন, মোহাম্মদ আলী খোকন, রাজা বাবু, ডা. ইউনুস, ডা. আব্দুস সাত্তার, আহসান হাবীব কাউছার, মাস্টার সিরাজুল হক, সিরাজ দেওয়ান, শ্যামল ভট্টাচার্য্য, বিমল কৃষ্ণা, ভট্টাচার্য্য, মহন খান, সারওয়ার কাদরি, অজিত কুমার সরকার, খালেক মৃধা, মেজবাহ উদ্দিন নান্টু, জংকু পালসহ আরও কয়েকজন নাট্যশিল্পীরা মতলবকে মাতিয়ে তুলেছেন।

বর্তমান সময়ে লোকমান হোসেন হাবীব, পারভেজ দেওয়ান, মানিক বেপারী, রহমত আলী, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন তালুকদার, হাসান রাজা, তুহিন মিয়াজীসহ আরও কয়েকজন নাট্যাঙ্গনকে জাগ্রত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে মতলবে বসুন্ধরা নাট্য গোষ্ঠীর সভাপতি লোকমান হোসেন হাবিব, মঞ্চকন্ঠের আহসান হাবিব, মতলব থিয়েটারের মেজবাহ উদ্দিন নান্টু সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময়ে নাটকমঞ্চস্থ করে আসছেন। অপরদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নাট্য সংগঠনগুলোকে ধরে রাখার জন্য নিবৃতে কাজ করছেন মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষ ও পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহ গিয়াস।

মতলবে আশি দশকে নাট্যশিল্পীরা জনপ্রিয় নাটক- দেবী সুলতানা ও ময়না-বৌ এবং বর্তমান সময়ে ফেরারী স¤্রাট, পলাশ ডাঙ্গার ময়না, দুঃখের জীবন ও রক্তে গড়া স্বাধীনতা নাটকটি মঞ্চস্থ হয়েছে। এ ধরনের জনপ্রিয় নাটক মানুষ দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতো।

নাট্যশিল্পী লোকমান হোসেন হাবিব জানান, আমাদের মতলবের নাট্য সংগঠনগুলোকে জাগ্রত করতে হবে। মতলব দক্ষিণ উপজেলা শিল্পকলা একাডেমীর নির্ধারিত ভবন ও কার্যক্রম আরও শক্তিশালী হলে আমরা নাট্য সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে পারবো। এজন্য সকলের সহযোগীতা চাই।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত