গাইবান্ধা, ১৫ এপ্রিল, এবিনিউজ : মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে ৩০ ভাগ কোটা আমাদের অধিকার, ভিক্ষা চাইনা- এ ধরনের বিভিন্ন প্লেকার্ড গলায় ঝুলিয়ে ঘন্টাব্যাপী এক মানববন্ধনের কর্মসূিচ পালন করে।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে জেলার সকল মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধাদের সন্তানসহ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে সদর উপজেলা সাবেক কমান্ডার আলী আকবর, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইস্তেকুর রহমান প্রমুখসহ মুক্তিযোদ্ধার সন্তানরা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে মুক্তিযোদ্ধাদের কোটা পুন:বহালের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।
এসময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের এ সরব উপস্থিতিতে জেলা প্রশাসকের র্কাযালয় চত্বরে জনতার উত্তাল ঢেউ বয়ে যায়।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি