বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • ইউজিসি’র তত্ত্বাবধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউজিসি’র তত্ত্বাবধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউজিসি’র তত্ত্বাবধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা, ১৫ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তত্ত্বাবধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আজ রবিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সার্কভুক্ত অন্যান্য সদস্য দেশসমূহেও একই তারিখ ও সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ইউজিসি ভর্তি পরীক্ষাটি পরিচালনা করে।

প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি, ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি, ড. মোঃ ফখরুল ইসলাম, যুগ্ম-সচিব, ইউজিসি, ড. পঙ্কজ জেইম, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, নয়াদিল্লী, ভারত এবং মোঃ শাহীন সিরাজ, একান্ত সচিব (উপ-সচিব), চেয়ারম্যান মহোদয়ের দপ্তর, ইউজিসি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অর্থনীতি, সমাজবিজ্ঞান, বায়োটেকনোলজি, ফলিত গণিত, কম্পিউটার সাইন্স, আন্তর্জাতিক সম্পর্ক এবং লিগ্যাল স্টাডিজ বিষয়ে অধ্যয়নের জন্য প্রায় ২০০ জন বাংলাদেশী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির পর পিএইচডি প্রোগ্রামের জন্য মাসিক পঁচিশ হাজার রুপি এবং মাস্টার্স-এর জন্য পনের হাজার রুপি স্কলারশীপ পাবে।

উল্লেখ্য যে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি সার্কভুক্ত দেশসমূহের ৮টি দেশের সমন্বয়ে গঠিত। সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ২০১০ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে আসছে যার ক্যাম্পাস ভারতের নয়াদিল্লীতে অবস্থিত। অন্যান্য সদস্যদেশসমূহেও একই তারিখ ও সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত