বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দেবীগঞ্জে আওয়ামী মুক্তিযদ্ধলীগের বর্ষবরণ উদযাপন

দেবীগঞ্জে আওয়ামী মুক্তিযদ্ধলীগের বর্ষবরণ উদযাপন

দেবীগঞ্জে আওয়ামী মুক্তিযদ্ধলীগের বর্ষবরণ উদযাপন

বোদা (পঞ্চগড়), ১৫ এপ্রিল, এবিনিউজ : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের উদ্যোগে ব্যক্তিক্রমী বর্ষবরণ উদযাপিত হয়েছে।

আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অবঃ প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শাহাজাহান মন্ডল এর প্রধান পৃষ্ঠপোষকতায় বর্ষবরণ উপলক্ষে গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

পান্তা ভোজনের মধ্য দিয়ে এক যোগে বর্ষবরণ লেখা সম্বলিত সাদা গেঞ্জি পরিহিত ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশাল র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। নানান রং, ঢং ও বাদ্য যন্ত্রের তালে তালে বিশাল র‌্যালি শেষে দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জেলা ও উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধলীগ নেতাকর্মীসহ বিভিন্নী শে্িরণ পেশার মানুষের সমন্বয়ে শুরু হয় ১লা বৈশাখ নতুন বর্ষবরণের আলোচনা সভা।

আলোচনায় বক্তব্য রাখেন আওয়ামী মুক্তিযুদ্ধলীগ পঞ্চগড় জেলা সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ রুমিউল আলম রুমি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও যুগ্ম সম্পাদক জাকারিয়া প্রমুখ।

আলোচনা বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে দেবীগঞ্জ উপজেলাবাসী হতে নির্বাচিত প্রার্থী দেখতে চায়। কারণ স্বাধীনতার পরে যতবার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দেবীগঞ্জ উপজেলা হতে এখন পর্যন্ত কোন এমপি প্রার্থী কেউ হতে পারে নি। কারণ সবসময় দেবীগঞ্জ উপজেলা বাসীকে বঞ্চিত করা হয়েছে। এজন্য আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে দেবীগঞ্জ উপজেলার নেতাকে দেখতে চায়।

দেবীগঞ্জের কৃতি সন্তান অবঃ প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মো. শাহাজান মন্ডলের নাম সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।

এ ব্যাপারে তার সাথে কথা বললে তিনি জানান, পঞ্চগড়-২ আসন দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গণিত হয়েছে। মুক্তিযুদ্ধের পর থেকে বোদা উপজেলা থেকে প্রতিবারে নৌকা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু দেবীগঞ্জ থেকে কোন বার প্রার্থী করা হয়নি। এ দেবীগঞ্জ উপজেলার সাধারণ মানুষ আমাকে নৌকা মাকার প্রার্থী হিসেবে দেখতে যাচ্ছে। আমি এ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছি। তিনি আমাকে মাঠে গিয়ে কাজ করতে বলেছেন। তিনি যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে নৌকা মাকার প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন।

তিনি আরো বলেন, নৌকা মার্কার প্রার্থী যেই হবে আমরা তার পক্ষে কাজ করব। আগামী জাতীয় সংবদ নির্বাচনে নৌকা মাকার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত