সিরাজগঞ্জ, ১৫ এপ্রিল এবিনিউজ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি মাছের আড়তে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ করেছেন মৎস্য ব্যবসায়ীরা। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫ শতাধিক পাইকারী মৎস্য ক্রেতা মাছের ঝুরি মাথায় নিয়ে এই বিক্ষোভে অংশ নেন। এদিকে হঠাৎ করে পাইকাররা মাছ কেনা বন্ধ করে বিক্ষোভ করায় চরম দুর্ভোগে পড়েছেন চলনবিলের মৎস্যজীবিরা।
অনেক অপেক্ষার পর মাছ নিয়ে বিক্রেতাদের কমপক্ষে ১৬ কিলোমিটার দুরে হাটিকুমরুল গোলচত্বর মৎস্য আড়তে মাছ নিয়ে যান। স্থানীয় নওগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিষলুটি মৎস্য আড়তের সভাপতি মিজানুর রহমান সরকার জানান, যেখানে একমন মাছ ক্রয় করলে সর্বোচ্চ ৬ থেকে ১৫ টাকা খাজনা নেয়া হতো। সেখানে নতুন ইজারাদার এসেই গত শনিবার থেকে ব্যবসায়ী প্রতি ৩০ টাকা থেকে ৫০ টাকা করে খাজনা আদায় করছে।
এ কারণে রবিবার সকাল থেকে মৎস্য ব্যবসায়ীরা বিক্ষোভ করে। তবে অতিরিক্ত চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে আড়তের ইজারাদার গফুর মন্ডল জানান, পাইকারি মৎস্য ব্যবসায়ীরা ১টি গাড়িতে ১৫ থেকে ২০ ডালি অথবা ১০ থেকে ১৫ ড্রাম মাছ কিনে পরিবহন করে থাকেন। সব মিলিয়ে গাড়ি প্রতি ৫ থেকে ৬শ টাকা খাজনা আদায় করা হয় বলে তিনি দাবী করেন। তাড়াশ থানার তদন্ত ফজলে আশিক জানান, অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে মৎস্য ব্যবসায়ীরা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা