শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন

গাজীপুর, ১৫ এপ্রিল, এবিনিউজ : গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহতের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার দুপুরে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, টঙ্গীর নতুন বাজার এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়। এ ঘটনার পর দুপুর ২টার দিকে রেলমন্ত্রী মুজিবুল হক ওই এলাকা পরিদর্শনে যান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ে উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।

ওসি আরও জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের চীফ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামানকে এ কমিটির প্রধান করা হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত