শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সরিষাবাড়ীতে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরিষাবাড়ীতে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুর, ১৫ এপ্রিল এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চর দাশেরবাড়ি খালের উপর ৯০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ হ’তে যাচ্ছে। এতে ব্যায় হবে প্রায় পাঁচ কোটি টাকা। গতকাল শনিবার দুপুরে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় পার্টির স্থানীয় এমপি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ জোয়ার্দ্দার।

আরআইডিপি-২ প্রকল্পের আওতায় চার কোটি নব্বই লাখ টাকা ব্যয়ে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে। শেরপুরের দূর্গা এন্টারপ্রাইজ এ প্রকল্পের কার্যাদেশ পায়। চলতি বছরেই ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে চর দাশেরবাড়ী জিগাতলা মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়। এতে এমপি মামুনুর রশিদ জোয়ার্দ্দার প্রধান অতিথির বক্তব্য রাখেন। রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক পৌর কমিশনার এনামুল হক জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা কোরবান আলী, পৌর জাতীয় পার্টি সভাপতি মোজাম্মেল হক, পিংনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জোসন দেওয়ান, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মুরাদ মাহমুদ সরকার, উপজেলা যুব সংহতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য আলমগীর হোসেন, সাবেক সদস্য জোরন আলী প্রমুখ।

সাংসদ বলেন-১০টি গ্রামের গণদাবির গুরুত্ব বুঝেই এই ব্রিজ নির্মিত হচ্ছে। আরো ক’টি ব্রিজ নির্মাণের পরপরই চরাঞ্চলের সবগুলো কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাঁকা করা হবে। প্রয়োজনে আরো ব্রিজ নির্মাণ করা হবে।

এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত