![গফরগাঁওয়ে চেতনা নাশক ব্যাবহার করে বাড়িতে লুট](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/abnews-24.bbb_135275.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ১৫ এপ্রিল এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে জানালার গ্রীল কেটে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে র্দুবৃত্তরা। ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে পৌর শহরের ষোলহাশিয়া এলাকার একটি বাসায় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি শফিকুল ইসলাম ও তার স্ত্রী ঘাগরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা বাহারসহ পরিবারের সদস্যদের নিয়ে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ষোলহাশিয়া এলাকার একটি বাসার দ্বিতীয় তলা ভাড়া নিয়ে বসবাস করেন।
গত শনিবার গভীর রাতে বাসার রান্না ঘরের জানালার গ্লাস খোলে গ্রীল কেটে ঘরে ডোকে পরিবারের সবাইকে ঘুমন্ত অবস্থায় চেতনা নাশক স্প্রে করে নগত টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় । সকাল সাড়ে ৮টায় ছোট মেয়ে মিতু (৪) ঘুম থেকে উঠে সবাইকে ডাকাডাকি শুরু করলে গৃহকর্তা শফিকুল অচেতন অবস্থায় উঠে ঘরের আসবাপপত্র ও কাপড় চোপর এ্যালো ভাবে পরে থাকতে দেখে ।
গৃহকর্তা শফিকুল ইসলাম বলেন, আমার স্ত্রী স্কুল শিক্ষকা রোকসানা বাহারকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্বৃত্তরা সবাইকে অচেতন ঘরের আসবাপ পত্র ভাংচুর করে নগদ ১লাখ ৬৫হাজার টাকা ও প্রায় দেড় লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। জড়িতদের বিরোদ্ধে অভিযান অব্যহত আছে ।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা