শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

চিলমারীতে ৬ বৎসরের শিশু বলাৎকারের শিকার

চিলমারীতে ৬ বৎসরের শিশু বলাৎকারের শিকার

চিলমারী (কুড়িগ্রাম), ১৫ এপ্রিল এবিনিউজ : কুড়িগ্রামের চিলমারীতে ৬ বৎসরের এক ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার পাত্রখাতা এলাকায়। এলাকাবাসী জানায়, পাত্রখাতা এলাকার সাইদুর রহমানের কলেজ পড়–য়া ছেলে হাকেমিন (আ. হাকিম) (২০) পাশ্ববর্তী দিন মজুর মোস্তফা মিয়ার ৬ বৎসরের শিশু ছেলেকে একা পেয়ে কোলে করে নিজ ঘরে নিয়ে জোর পূর্বক বলাৎকার করে।

এসময় শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে তার মুখ চেপে কোলে নিয়ে ওই শিশুর চাচির কোলে দিয়ে গা ঢাকা দেয়। বলাৎকারের শিকার ওই শিশুর প্রচুর রক্তপাত দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক বলাৎকারের শিকার শিশুটিকে কুড়িগ্রাম হাসপাতালে রেফার্ড করে। চিলমারী হাসপালের জরুরি বিভাগে দায়িত্বরত সেকমো নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চিলমারী থানার ওসি তদন্ত রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত