![সিংড়ায় কর্তব্যরত চিকিৎসককে রোগী স্বজনদের মারধর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/singra_135285.jpg)
সিংড়া (নাটোর), ১৫ এপ্রিল, এবিনিউজ : নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাইফুল হক নামে দায়িত্বরত এক চিকিৎসককে মারধর করেছে রোগীর স্বজনরা।
আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সাইফুল হক রোগী দেখছিলেন এমন সময় সিংড়া পৌর শহরের দক্ষিন দমদমা পূর্বপাড়ার আতাউর রহমান (৩৫) নামে এক আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। সকলের পাশাপাশি আতাউর রহমানকেও চিকিৎসা দেয়া হচ্ছিল।
এক পর্যায়ে জরুরী বিভাগে রোগীর স্বজনদের হট্টগোল বেড়ে গেলে সবাইকে বাহিরে অপেক্ষা করতে বলেন চিকিৎসক সাইফুল হক। এ সময় আহত রোগী আতাউর রহমানের ছোট ভাই আহাদুর রহমানের (৩০) সাথে ডাক্তার সাইফুলের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে আহাদুর রহমান ৬-৭জন চিকিৎসক সাইফুল হককে ধাক্কা দেয় এমনকি কিল ও ঘুষি মারে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল হক বলেন, হাসপাতালে ডাক্তার কম, তারপরেও যথেষ্ট পরিমাণে রোগীর সেবা দেয়া হচ্ছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
আহত ডাক্তার সাইফুল হক বলেন, সেই সময় জরুরী বিভাগের ৬-৭জন রোগী ছিল। সেই সকল রোগীর পাশাপাশি আতাউর রহমানকে চিকিৎসা দেয়া হয়। কাগজে তার স্বজনদের ইনজেকশন ও ঔষধ আনার কথা বলে অন্য রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল। হঠাৎ আহাদুরের নেতৃত্বে ৬ থেকে ৭জন উদ্দেশ্য প্রনোনিত ভাবে মারধর করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আহতের স্বজনরা জানান, আতাউর রহমান স্ত্রীর সাথে পারিবারিক ঝামেলা মীমাংসার জন্য সিংড়া উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে পরিষদের সামনে স্থানীয় আরিফ খা ও মাফু নামের দুজন তাকে মারধর করায় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে যায়।
এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/এমসি