![জামালপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/road-accident2_135288.jpg)
জামালপুর, ১৫ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল করিম (৬৫) নিহত হয়েছেন। নিহত আ. করিম আওনা ইউনিয়নের বারইপটল গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার দুপুরে আব্দুল করিম বারইপটল বাজার থেকে ইজিবাইকে জগন্নাথগঞ্জ ঘাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকটি কুকুরের ওপর ওঠে উল্টে খাদে পড়ে যায়। এ সময় তিনি গুরুতর আহন হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি