বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দুপচাঁচিয়ায় নানা আয়োজনে বর্ষবরণ উদযাপিত

দুপচাঁচিয়ায় নানা আয়োজনে বর্ষবরণ উদযাপিত

দুপচাঁচিয়া (বগুড়া), ১৫ এপ্রিল এবিনিউজ: বাঙলা নববর্ষ ১৪২৫ উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ সামগ্রীর সমাহারে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন ক্যাম্পাসে পাস্তা ভাতের আয়োজন করা হয়।

পান্তা উৎসব চলাকালে ইউএনও অফিসের অফিস সুপার সিরাজুল হক মন্টুর সঞ্চালনায় উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী ও বাউল শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসব অনুষ্ঠানে দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ, উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব তছলিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এস,এম সাহিদ,

উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ তিন প্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

অপর দিকে উপজেলার তালোড়ায় খন্দকার আবুল কাশেম উচ্চ বিদ্যালয় ও সাগরপুর (দুবড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ও সাগরপুর বাঁধন ক্লাবের সহযোগিতায় এদিন সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে তালোড়া বাজার প্রদক্ষিণ করে। র‌্যালিতে পালকি, লাঙল-জোঁয়াল, মাথুল, একতারা, হুকা, পলয়সহ গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ সামগ্রীর সমাহার দেখা যায়। পরে বিদ্যালয় চত্বরে পান্তা ভাত খাওয়ার আয়োজন করা হয়। র‌্যালিতে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন খন্দকার,

প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন, বাঁধন ক্লাবের সভাপতি শিহাব সাহরিয়ার সুজন, সহসভাপতি নাবিউল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও তালোড়া কে,জেড, জেড ইন্টারন্যাশনাল স্কুল, সরঞ্জাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাঙলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছেন।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত