![দুপচাঁচিয়ায় কালীবাড়ীতে অষ্টপ্রহরব্যাপী নাম কীর্তনের সমাপ্তি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/abnews-24.bbbbbbbbb_135292.jpg)
দুপচাঁচিয়া (বগুড়া), ১৫ এপ্রিল এবিনিউজ: দুপচাঁচিয়ায় মহাশ্মশান কালীবাড়ী(উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও অষ্টপ্রহরব্যাপী নাম কীর্তন আজ রবিবার দুপুরে শেষ হয়েছে। এ উপলক্ষে সনাতনী পঞ্জিকা মতে বাংলা সনের ২৯চৈত্র শুক্রবার সন্ধ্যায় অধিবাস, ৩০চৈত্র শনিবার অষ্টপ্রহরব্যাপী নাম কীর্তন, সন্ধ্যায় শিবাভোগ, কুমারী ও সধবা ভোজন, মহানিশায় মায়ের পূজা অর্চনাদি।
পহেলা বৈশাখ রোববার সকালে মায়ের প্রসাদ বিতরণ ও কুঞ্জভঙ্গ। দুপুরে শ্রী শ্রী মনমহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরণ। নাম কীর্তন পরিবেশন করেন গোপালগঞ্জের আদি মুক্তি স¤প্রদায়, সিরাজগঞ্জের আদিরাম ঠাকুর স¤প্রদায়, কল্যানপুরের গৌরাঙ্গ স¤প্রদায়, বগুড়ার মা পার্বতী স¤প্রদায়, নন্দীগ্রামের বর্ষা স¤প্রদায় ও পদাবলী কীর্তন পরিবেশন করেন আদমদীঘির শ্রী অন্তর কুমার মহন্ত।
উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু ও সাধারণ সম্পাদক অসীম কুমার দাস জানান, দীর্ঘ ৭১বছর ধরে সনাতনী পঞ্জিকামতে বাংলা সনের চৈত্র সংক্রান্তিতে এ অনুষ্ঠানটি হয়ে আসছে। উক্ত অনুষ্ঠানে প্রতি বছরই বিপুল সংখ্যক ধর্মপ্রাণ হিন্দু নরনারী অংশ গ্রহণ করেন। এতে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারেন।
এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা