বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

অভয়নগরে প্রতিবন্ধীদের নববর্ষ উদযাপন

অভয়নগরে প্রতিবন্ধীদের নববর্ষ উদযাপন

অভয়নগর (যশোর), ১৫ এপ্রিল, এবিনিউজ : যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে অবস্থিত অভয়নগর উপজেলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক প্রতিবন্ধী শিশু বাঙ্গীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে নেচে, গেয়ে, আনন্দ র‌্যালি করে নববর্ষ উদযাপন করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল শনিবার সকালে নববর্ষ উদযাপনের আয়োজন করে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিতে বিদ্যালয়ের অটিজম ও প্রতিবন্ধী শিশু তাদের অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। প্রতিবন্ধীরা বৈশাখের গানের তালে তালে কন্ঠ মিলায় ও নাচতে দেখা যায়।

প্রতিবন্ধী রিচি খাতুন জানায়, নববর্ষ আমার খুব ভাল লাগছে, প্রতিদিন নব বর্ষ হলে খুব ভাল হতো। এ ছাড়া সকল প্রতিবন্ধীদের আনন্দ উচ্ছ্বাস করতে দেখা গেছে।

বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোশারেফ হোসেন জানান, প্রতিবন্ধীরাও মানুষ, তাদের সুস্থ মানুষের মতো সমাজে বেচে থাকার অধিকার আছে। পহেলা বৈশাখ উপলক্ষে এলাকায় উৎসব হতে দেখে ওদের মুখ মলিন দেখায়। যে কারণে আমার বিদ্যালয়ে এ বছর প্রতিবন্ধীদের একটু আনন্দ দেওয়ার জন্য এ আয়োজন করেছি। এতে ওরা খুব খুশি হয়েছে।

অভয়নগর উপজেলার সদর থেকে তিন কি.মি দূরে জনবহুল ধোপদী গ্রামে কয়েক বছর আগে স্থাপিত হয়েছে ওই প্রতিবন্ধী বিদ্যালয়টি। এখানে ১০৪ জন প্রতিবন্ধী শিশু লেখা - পড়া, বিভিন্ন রকম খেলা, নৃত্য ও সংগীতচর্যা করে। তাছাড়া বৃত্তিমূলক শিক্ষা দিয়ে তাদের কর্মক্ষম করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। অল্প দিনের মধ্যে বিদ্যালয়টি এলাকায় বেশ পরিচিতি লাভ করেছে।

উপজেলার আর কোথাও এ ধরনের বিদ্যালয় না থাকায় অনেক দূর থেকে এখানে শারীরিক, মানসিক, অটিস্টিক, শ্রবণ প্রতিবন্ধীসহ নানা ধরণের প্রতিবন্ধীরা এখানে পড়তে আসে।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত