![লাইনচ্যুত বগি অপসারণের পর ট্রেন চলাচল শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/train_135296.jpg)
গাজীপুর, ১৫ এপ্রিল, এবিনিউজ : গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পর বিকেল থেকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। দুর্ঘটনার পর এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস এম রফিকুল হক জানান, বিকেল ৫টা ১০মিনিট থেকে চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা থেকে উদ্ধারকারী টিম এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার করার পর ট্রেন চলাচল শুরু হয়।
জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন টঙ্গী জংশনসংলগ্ন নতুনবাজার এলাকায় পৌঁছালে সেটির বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে একজন মারা যায়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. অতিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, কমিউটার ট্রেনটি টঙ্গী জংশন অতিক্রম করে নতুনবাজার এলাকায় পৌঁছলে পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
টঙ্গী হাসপাতালের আরএমও মো. পারভেজ হোসেন জানান, গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আর ঘটনাস্থলে তিনজন নিহত হয়।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, টঙ্গীর নতুন বাজার এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর দুপুর ২টার দিকে রেলমন্ত্রী মুজিবুল হক ওই এলাকা পরিদর্শনে যান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ে উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।
ওসি আরও জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের চীফ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামানকে এ কমিটির প্রধান করা হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি