বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আশাশুনিতে মৎস্য ঘেরে মারপিট ও লুটপাট

আশাশুনিতে মৎস্য ঘেরে মারপিট ও লুটপাট

আশাশুনি (সাতক্ষীরা), ১৫ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলার দক্ষিণ বড়দলের পুটিমারী খাল নামক মৎস্য ঘেরে আক্রমণ চালিয়ে মারপিট, ভাংচুর ও লাটপাট করা হয়েছে। প্রতিপক্ষের আক্রমণে ৭ জন আহত হয়েছে।

গুরুতর আহত ৪ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসী জানান, দক্ষিণ বড়দল গ্রামের মৃত বসন্ত কুমার ঢালীর পুত্র বিভুতি ভুষন ঢালী পুটিমারী খাল নামক পৈত্রিক ও ডিডিকৃত ১৬ বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছেন।

বাইনতলা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের পুত্র দেবব্রতের নেতৃত্বে প্রতিপক্ষ ঘেরটি জবর দখলের জন্য ৬ মাস পূর্ব হতে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করেন।

গত শুক্রবার রাত ১টার দিকে প্রতিপক্ষ বড়দল গ্রামের দেবব্রত মন্ডল, মুকুন্দ মন্ডল, সুবোল সরদার, শিবপদ মন্ডল, বাইততলার ভুপল মিস্ত্রী, দক্ষিণ বড়দলের উদয় মন্ডল, উত্তম মন্ডল, দেবব্রত মন্ডলসহ তাদের লোকজন ঘেরে আক্রমণ করে ঘেরে থাকা ব্যক্তিদের নির্দয়ভাবে মারপিট এবং ভংচুর ও লুটপাট করে।

এতে অনুমান অর্ধ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়। পাশের লোকজন এগিয়ে গেলে আক্রমণকারীরা ২ লক্ষ টাকা গুছিয়ে রাখতে বলেন। না হলে খুন-জখম করার হুমকী দিয়ে কেটে পড়ে।

তাদের আক্রমণে কবিতা ঢালী, দুলাল ঢালী, দিবাকর ঢালী, ভীম সরকার, মিলন, হরষিত ও তরুন ঢালী আহত হন। গুরুতর আহত প্রথম ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রমণে নেতৃত্বদানকারী দেবব্রত ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত