![দৌলতপুরে কলেজ শিক্ষকের উপর হামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/hamla_135320.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ১৫ এপ্রিল, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর এলাকায় এক কলেজ শিক্ষকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় ঐ কলেজ শিক্ষককে লোহার রড দিয়ে মারপিট করে এবং তার ব্যবহৃত মোটর সাইকেল ও দুটি মোবাইল ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
এ ব্যাপারে ঐ কলেজ শিক্ষক দৌলতপুর থানায় অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার পিপল্স কলেজের শিক্ষক ও মথুরাপুর গ্রামের মৃত সামছুদ্দিন আহমেদ এর ছেলে সাব্বির আহমেদ তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে একই এলাকার সাকিরের নির্মাণাধীন বাড়ির নিকট পৌছালে মথুরাপুর এলাকার নিফাজ বিশ্বাসের ছেলে আকিবুল, দুলাল বিশ্বাসের ছেলে শিমুল ও হানিফের ছেলে হোসেন লোহার রড ও লাঠিসোটা নিয়ে সাব্বির আহমেদের উপর হামলা করে উপুর্যপুরি পিটিয়ে আহত করে।
সাব্বির আহমেদ এর ব্যবহৃত মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এবং নগদ ৮ হাজার টাকা কেড়ে নেয়। এসময় কলেজ শিক্ষকের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত কলেজ শিক্ষক সাব্বির আহমেদ কে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কলেজ শিক্ষক দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, পুর্ব শত্রুতার জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি