বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রানা হত্যার সঠিক বিচারের দাবিতে উত্তাল মাদারীপুর

রানা হত্যার সঠিক বিচারের দাবিতে উত্তাল মাদারীপুর

রানা হত্যার সঠিক বিচারের দাবিতে উত্তাল মাদারীপুর

মাদারীপুর, ১৫ এপ্রিল, এবিনিউজ : মাদারীপুরের রাজৈর উপজেলার রানা হত্যার সঠিক বিচার ও মুল আসামীদের গ্রেফতারের দাবিতে উত্তাল মাদারীপুর।

রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদাালিয়া গ্রাম থেকে আসা ৫ শতাধিক মানুষের বিক্ষোভ মিছিলে ও শ্লোগানে উত্তাল হয়ে উঠে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে।

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদাালিয়া গ্রাম থেকে প্রায় ৫ শতাধিক মানুষের বিক্ষোভ মিছিল নিয়ে রানা হত্যার সঠিক ময়নাতদন্ত রিপোর্ট প্রদান ও আসামীদের বিচারের দাবিতে আজ রবিবার সকালে ব্যানার, ফ্যাস্টুন হাতে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

এরপর রানা হত্যার সঠিক ময়নাতদন্ত রিপোর্ট প্রদান ও দ্রুত মূল আসামীদের গ্রেফতারের করা জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করেন। আরো দেখা যায় শহরের বিভিন্ন অলি-গলিতে রানা হত্যাকারীদের ফাঁসির দাবিতে পোষ্টারও।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে শুরবাড়ি বেড়াতে গিয়ে আক্কাস মৃধার ছেলে এক সন্তানের পিতা রানা মৃধা (২৫) রহস্যজনক মৃত্যু হয়। পরে সেখান থেকে রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে নির্যাতন করে রানাকে হত্যা করা হয়েছে। এদিকে রানার স্ত্রী মাফুজার দাবি, পারিবারিক কলহে আত্মহত্যা করেছে রানা। এ ঘটনায় রানার স্ত্রী মাফুজা খন্দকার ও শ্বাশুড়ী লিলি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

বিক্ষোভকারীদের দাবি, কোনো ভাবেই যেন মিথ্যা প্রতিবেদন দিয়ে প্রকৃত আসামীদের ছাড় দেয়া না হয়। তাদের প্রকৃত শাস্তির ব্যাবস্থা করার জোড় দাবি জানান নিহতের পরিবার ও এলাকাবাসী।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত