![মাগুরায় প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/road-accident@abnews_135328.jpg)
মাগুরা, ১৫ এপ্রিল, এবিনিউজ : মাগুরা পৌরসভার ইছাখাদা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় শমসের মোল্লা (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শমসের ইছাখাদা গ্রামের লতিফ মোল্লার ছেলে।
আজ রবিবার বিকেল সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা সদর থানার উপ পরিদর্শক রফিক বলেন, ‘বিকেলে বাইসাইকেলে করে মাগুরা শহর থেকে ইছাখাদা যাচ্ছিলেন শমসের। পথে ছোট ব্রিজে পৌঁছালেই পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এবিএন/জনি/জসিম/জেডি