বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • মেয়র পদে গাজীপুরে ৭ ও খুলনায় ৫ জনের প্রার্থিতা বৈধ
জিসিসি ও কেসিসি নির্বাচন

মেয়র পদে গাজীপুরে ৭ ও খুলনায় ৫ জনের প্রার্থিতা বৈধ

মেয়র পদে গাজীপুরে ৭ ও খুলনায় ৫ জনের প্রার্থিতা বৈধ

ঢাকা, ১৫ এপ্রিল, এবিনিউজ : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া যথাযথ কাগজপত্র না থাকায় দুই প্রার্থীর প্রার্থীতা স্থগিত করা হয়।

আজ রবিবার সকাল থেকে গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে মনোননয়পত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হয়।

দুপুর পর্যন্ত যাচাই বাছাই শেষে ৭ জন মেয়র প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

বৈধ সাত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপির হাসান উদ্দিন সরকার, জাসদের রাশেদুল হাসান রানা, ইসলামী আন্দোলনের নাসির উদ্দিন, ইসলামী ফ্রন্টের জালাল উদ্দিন, জামায়াত নেতা স্বতন্ত্র সানাউল্লাহ ও স্বতন্ত্র ফরিদ আহম্মেদ।

যথাযথ কাগজ না থাকায় মেয়র প্রার্থী ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) রুহুল আমিনের প্রার্থীতা স্থগিত করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে মেয়র প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর ২৯৪ জন ও ৮৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার সহযোগিতা চাই।

এদিকে দুদিন ব্যাপী মনোনয়নপত্র যাচাই বাছায়ের কাজ চলবে আগামীকাল বিকাল পর্যন্ত। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল । নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে।

অন্যদিকে, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর সবার প্রার্থিতাই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রবিবার বেলা ১১টায় মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ ঘোষণা দেন।

মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান মুশফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মিজানুর রহমান বাবু।

দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন রোববার মেয়রদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত