বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সরকারি খরচে: রেলমন্ত্রী

টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সরকারি খরচে: রেলমন্ত্রী

টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সরকারি খরচে: রেলমন্ত্রী

ঢাকা, ১৫ এপ্রিল, এবিনিউজ : টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘আহতদের সব ধরনের চিকিৎসা সরকারি খরচে হবে।’

আজ রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা জানান।

এসময় রেলমন্ত্রী বলেন, ‘আহতদের চিকিৎসা খরচ সরকার বহন করবে। তাদের চিকিৎসার জন্য যা যা করা দরকার, তা করা হবে।’

আহতরা হলেন, মো. শরিফ হোসেন (২৮), রিকশাচালক ইস্রাফিল (১৩), রিকশাচালক মো. বাদল (২৮), রিকশাচালক আলমঙ্গীর হোসেন (২৩) ওয়াসা কর্মচারী মো. সবুজ (৪০), টেক্সটাইল মিল কর্মচারী মো. বাদল মিয়া (৫০) ও মোফাজ্জল হোসেন (৪৮)। আহতদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। দু’জন এখনও হাসপাতালে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন ঢামেকের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী রেলস্টেশনে লাইনচ্যুত হয়ে তিনটি বগি দুর্ঘটনা কবলিত হয়। এ ঘটনায় ছাদ থেকে পড়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এছাড়া ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতরা হলেন, আমির উদ্দিন (৩৫), মো, খোকন (৪০), শাহদাদ হোসেন (৩৫) ও অন্যজনের নাম জানা যায়নি।

আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতাল, ঢামেক ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত