পিরোজপুর, ১৬ এপ্রিল, এবিনিউজ : মাই টিভির ৯ বছর পূর্তী উপলক্ষে পিরোজপুরে বর্ষপূর্তী পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। পিরোজপুর মাই টিভির জেলা প্রতিনিধি মো. মৃদুল আহম্মেদ সুমনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ্ব হবিবুর রহমান মালেক।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।
এছাড়া আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত সাংবাদিকসহ এলাকার নারী নেত্রী সাংস্কৃতিক কর্মীসহ আরও অনেকে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি