ঘাটাইল (টাঙ্গাইল) , ১৬ এপ্রিল, এবিনিউজ : গতকাল রোববার ঘাটাইলে টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের মাদক ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল থানা প্রশাসন থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তারা মাদক ও জঙ্গিবাদ মুক্ত ঘাটাইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতা কামনা করেন এবং তাদের নানা অভিযোগ তুলে ধরে সেগুলোর সমাধান কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু জেলা আওয়ামীলগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর খান, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ডেপুটি অ্যার্টনি জেনারেল এডভোকেট শহিদুল ইসলাম, ঘাটাইল কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, সাবেক মেয়র হাসান আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নবনির্বাচিত সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ রহিম মিয়া, কমিউনিটি পুলিশের সভাপতি ওয়াহেদ শরীফ সিদ্দিকী, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম, ইউপি চেয়ারম্যান শামীম খান ,শরীফ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী কাজী মাহমুদ হাসান জাহান, অধ্যক্ষ জিবুন নেছা , ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
সভায় আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, ইমাম ও কমিউিনিটি পুলিশের সদস্য সহ সকল স্তরের জনগন সুধি সমাবেশে অংশ নেয়।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/নির্ঝর