![জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিরুদ্ধে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/jogonnathpur-human-chain_135381.jpg)
জগন্নাথপুর(সুনামগঞ্জ) , ১৬ এপ্রিল, এবিনিউজ : জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা ভবনের সামনে প্রধান সড়কে মানবন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়ক শাহ সিরাজ কুতুবী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রঞ্জিত কান্তি দাস, আবদুল হক, ইলিয়াছ আলী, নরেন্দ্র দাস, শৈতেন্দ্র দাস, আছলম উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবুল কয়েছ, সদস্য শাহ জামাল, আজিজ মিয়া, গোপাল গোপ, হাবিবুর রহমান, খোকন গোপ, রাসেল মিয়া, নিহার তালুকদার, রিপন মিয়া, মানবেন্দ্র তালুকদার প্রমুখ।
এ সময় সাংবাদিক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। যাদের রক্তের বিনিময়ে এ দেশে স্বাধীন হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সারা দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন বীর সেনারা। তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানানো হয়। পরে মুক্তিযোদ্ধা কোটা বাতিল না করতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/নির্ঝর