![কোটা বহালের দাবীতে তিতাসে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/titas-abnews24_135382.gif)
তিতাস (কুমিল্লা),১৬ এপ্রিল, এবিনিউজ : মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে কুমিল্লার তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠনের বিক্ষোভ।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন নিজাম শিকদার ও ডেপুটি কমান্ডার মো. মোশারফ হোসেন আনসারীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের নীচ তালায় মুক্তিযোদ্ধা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমান্ডার আক্তার হোসেন নিজাম শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মো. মোশারফহোসেন আনসারী, এমদাদুল হক মুন্সি,মুন্সি জসিম উদ্দিন আহম্মেদ, সাইদুর রহমান, এস এ হোসেন খন্দকার, মো.আজিজুর রহমান মো. সিরাজুল ইসলাম ও সামছুল হক শান্তি প্রমুখ।
এসময় বক্তারা বলেন ৩০ লক্ষ্য শহিদ মুক্তিযোদ্ধা ভাইদের রক্তের বিনিময়ে এবং কয়েক লক্ষ্য মুক্তিযোদ্ধা ভাইদের পঙ্গুত্ত বরণের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছি।
আজ মুক্তিযোদ্ধা কোটার প্রতি ঈর্ষানীত হয়ে একটি মহলের দাবীতে সরকার কোটা পদ্ধিতী বাতিল করেছেন। অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা বহাল না করলে বৃহত্তর কর্মসূচির ঘোষনা করবে বলে বক্তারা বলেন।
এবিএন/কবির হোসেন/জসিম/নির্মল