শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়ির দীঘিনালায় রিংটিউবয়েল থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালায় রিংটিউবয়েল থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালায় রিংটিউবয়েল থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

খাগড়াছড়ি,১৬ এপ্রিল, এবিনিউজ :খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় রিংটিউবওয়েল থেকে এক বাঙালী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. মোশারফ হোসেন (৩২)।

সে উপজেলার মধ্যবেতছড়ি এলাকার গোরস্থানপাড়ার কুদ্দুস খার ছেলে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার রশিকনগর এলাকার বটতলী বাজারের পাশ্বে একটি রিং টিউবয়েল থেকে পুলিশ ও দমকল কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ ও নিহতের পরিজন সূত্রে জানা যায়, গত ১৩ই এপ্রিল (শুক্রবার) রাতে উপজেলার বটতলী বাজার থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। এরপর তার মুঠোফোন বন্ধ থাকে। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি। পরে রবিবার সকালে রিং টিউবওয়েলের পার্শ্বের নলকুপ থেকে পানি আনতে গেলে পার্শ্ববর্তীরা রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এসে পরিত্যক্ত রিং টিউবওয়েল থেকে নিহতের গলিত লাশ উদ্ধার করে।

এব্যাপারে নিহতের ভগ্নিপতি মো. মঞ্জুর আলম জানান, মোশারফ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। আমার জানামতে তার কোন প্রকার শত্রু নাই। গত ১৩ এপ্রিল বটতলী বাজার থেকে রাত দশটার দিকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি পরিত্যক্ত রিং টিউবওয়েল থেকে মোশারফের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ণ রয়েছে। কারা এঘটনায় জড়িত তা তদন্ত করা হচ্ছে।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত