![মুক্তিযোদ্ধা ডা. শেখ শাহজাহান আলীর ৮ম মৃতুবার্ষিকী আজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/bagherhat-shok_135392.jpg)
মোংলা, ১৬ এপ্রিল, এবিনিউজ : আজ মুক্তিযোদ্ধা ডা. শেখ শাহজাহান আলীর ৮ম মৃতুবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের ন্যায় ও নিষ্ঠাবান একজন কর্মী ছিলেন মুক্তিযোদ্ধা ডা. শেখ শাহজাহান আলী । তিনি মোংলায় বহু ত্যাগ-তিতিক্ষা ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হন।
মোংলায় শুরু থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। যার জন্য তিনি বঙ্গবন্ধুর সুনজরে আসেন, পরেতা সুসম্পর্কে রূপ নেয়।
বঙ্গবন্ধুর সহযোগিতায় এবং ডা. শেখ শাহজাহান আলীর একান্ত প্রচেষ্টায় ১৯৭৫ সালে মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠা পায়। সে সময় সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর আজম খান মোংলায় আসেন। তখন ডা. শেখ শাহজাহান আলী গভর্নর সাহেবের কাছে একটি মাদ্রাসা ও মসজিদ (বর্তমানে চালনা বন্দর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও মসজিদ নামে) প্রতিষ্ঠার দাবি জানান। চালনা বন্দর বণিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এছাড়া প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবামূলক কাজের সাথে।
তিনি গত ১৬ এপ্রিল ২০১১ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
এবিএন/শেখ শাহরুখ বাপ্পি/জসিম/নির্ঝর