শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পিরোজপুরে নিরাপদ খাদ্যের জন্য প্রচারাভিযান

পিরোজপুরে নিরাপদ খাদ্যের জন্য প্রচারাভিযান

পিরোজপুর, ১৬ এপ্রিল, এবিনিউজ : ‘খাদ্য ভেজালকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হোক’- শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে নিরাপদ খাদ্যের জন্য প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ১৪ টি জেলা নিয়ে সংগঠিত নেটওয়ার্ক সিডিএফ এর উদ্যোগে এ প্রচারাভিযান উপলক্ষে একটি র‌্যালী শহরের টাউন ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ শের-ই-বাংলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা স্থলে মিলিত হয়।

আয়োজন সভায় সূচনা ওয়েলফোর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সালমা রহমান হেপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাভেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসন আব্দুল জলিল আকন, রয়েল বেঙ্গল ফাউন্ডিশনের নির্বাহী পরিচালক মাঈনুল আহসান মুন্না।

এ সময় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য এখন প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিছু অসৎ ব্যবসায়ী খাদ্যে ভেজাল মিশিয়ে সকল ব্যবসায়ীদের ক্ষতি করেছে। তাইা কঠিন আইন করে ও নিয়মিত বাজার মনিটরিক করে খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে হবে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত