বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা, ১৬ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধা সদরে ৩শ’ ৬০ পিস ইয়াবাসহ আক্তারুল ইসলাম রুমি নামে এক যুবককে আটক করেছেন গাইবান্ধা র‌্যাব -১৩। গত রোববার সন্ধ্যায় গাইবান্ধা সদর থানার বল্লমঝার ইউনিয়নের মাঠের পাড় এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক বল্লমঝার ইউনিয়নের মাঠের পাড় এলাকার রফিকুল ইসলাম হিরুর ছেলে।

গাইবান্ধা র‌্যাব-১৩ এর সুত্রে জানায়, বেশ কিছুদিন থেকে রুমি নামে ওই যুবকের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় বল্লমঝার ইউনিয়নের মাঠের পাড় এলাকা ইয়াবা বিক্রি হচ্ছে জানতে পেরে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকেন র‌্যাব।

প্রায় ২/৩ ঘণ্টা অপেক্ষার পর রুমিকে ৩শ’ ৬০ পিস ইয়াবাসহ আটক করে রাতে তাকে সদর থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে সদর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরশেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক বিক্রির অপরাধে মামলা দিয়ে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত