![শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/accident_abnews24_135413.gif)
মৌলভীবাজার, ১৬ এপ্রিল, এবিনিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ সোমবার ভোরে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. ছুরুক মিয়া (৪৫)।
তিনি শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনাই মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মো: সেলিম হোসেন জানান, গতকাল ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে শ্রীমঙ্গল আসার সময় শাহজিবাজার এলাকায় একটি ট্রাক ছুরুক মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে আসে।
শ্রীমঙ্গল হাসপাতালে জরুরী বিভাগ সূত্র জানায়, আজ সকাল ৭.৫০ মিনিটে আশংকাজনক অবস্থায় ছুরুক মিয়াকে শ্রীমঙ্গল জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক বিধায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৌলভীবাজার মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মো. সেলিম হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে রয়েছে।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/নির্মল