![কোটা সংস্কার: মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ ২৪ এপ্রিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/freedom-fighter-abn_135429.jpg)
ঢাকা, ১৬ এপ্রিল, এবিনিউজ : কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টা রুখতে আগামী ২৪ এপ্রিল শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী।
সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তথাকথিত কোটা সংস্কারের নামে স্বাধীনতা বিরোধীদের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার দিকে তাকালে আমরা অনুধাবন করতে পারি, দেশপ্রেমী মুক্তিযোদ্ধারা এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকতে পারে না। স্বাধীনতাবিরোধীদের এই হীন চক্রান্তকে প্রতিহত করা এখন ঐতিহাসিকভাবে প্রয়োজন এবং তা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আজকে কোনও দ্বিধা নয়, কোনও দ্বন্দ্ব হবে না, কোনও বিভাজন নয়, কোনও নেতৃত্বের প্রতিযোগিতা নয়। সব মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয়ভাবে এই চক্রান্তকে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, আমরা আগামী ২৪ এপ্রিল দুপুর ২ টায় শাহবাগ চত্বরে মুক্তিযোদ্ধা মহাসমাবেশের ডাক দিয়েছি। ওইদিন আমরা জাতীয় অস্তিত্ব রক্ষা ও প্রিয় স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচিও ঘোষণা করবো।
এবিএন/জনি/জসিম/জেডি