মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোপালগঞ্জে মিথ্যা মামলার ফাঁদে সেনা সদস্যের পরিবার

গোপালগঞ্জে মিথ্যা মামলার ফাঁদে সেনা সদস্যের পরিবার

গোপালগঞ্জে মিথ্যা মামলার ফাঁদে সেনা সদস্যের পরিবার

গোপালগঞ্জ, ১৬ এপ্রিল, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের পরিবারকে হয়রানী করার অভিযোগ উঠেছে।

পরিবারটিকে হয়রানী করতে মিথ্যা মামলা দিয়ে আর্থিকভাবে সর্বশান্ত করছে প্রতিপক্ষ। মিথ্যা মামলা থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছে নিরীহ পরিবারটি।

কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ ফয়জুল হক (ফুল মিয়া)-এর ছেলে নাহিদুল ইসলামের সাথে পার্শ্ববর্তী তারাইল গ্রামের আনিসুর রহমানের মেয়ে কামরুন নাহারের দীর্ঘ ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরে দু’জনে স্বেচ্ছায় শরীয়ত মোতাবেক এবং কাজী অফিসের মাধ্যমে রেজিষ্ট্রারী কাবিন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। এ বিয়ে মেয়ের পরিবার মেনে নেয়নি। প

রে গত বছরের জুন মাসে নাহিদুলের ঢাকা ভাড়া বাসা থেকে কামরুন নাহারকে তার বাবা আনিচুর রহমান জোর করে তুলে নিয়ে নিজ বাসায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ সময় কামরুন নাহারের কাছ থেকে জোরপূর্বক তালাক নামায় স্বাক্ষর নেয়।

পরে কামরুন নাহার কৌশলে সেখান থেকে পালিয়ে পুনরায় স্বামী নাহিদুলের কাছে চলে আসে। এরপর তারা স্বামী-স্ত্রী দু’জনে সুখে-শান্তিতে বসবাস করে আসছিল।

কিন্তু এ ঘটনার পর থেকে মেয়ের মা বিউটি বেগম বাদী হয়ে নাহিদুল ইসলামকে প্রধান আসামী করে অবসর সেনা সদস্যের পরিবারের সবার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। এ পর্যন্ত চারটি মামলা দায়ের করেছে মেয়ের পরিবার। যার দুটি আদালত খারিজ করে দিয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলার হাত থেকে বাঁচার জন্য পরিবারটি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

এ ব্যাপারে মামলার বাদী বিউটি বেগমের মুঠোফোনে বার বার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজজুর রহমান বলেন, তদন্তপূর্বক মামলার বিষয় খতিয়ে দেখা হবে এবং আদালতে প্রতিবেদন প্রেরণ করা হবে।

এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত