বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হাকিমপুর থানার এসআই আরিফের বিরুদ্ধে যত অভিযোগ

হাকিমপুর থানার এসআই আরিফের বিরুদ্ধে যত অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর), ১৬ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের হাকিমপুর থানার এসআই আরিফের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সীমান্তবর্তী এই থানায় যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন।

এভাবে তিনি অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো, টাকাসহ আসামীকে আটকের পর টাকা আত্মসাতসহ একাধিক অভিযোগ উঠেছে ঐ এস আই এর বিরুদ্ধে।

হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শ্রী যতিশ চন্দ্র সুত্রধরের স্ত্রী আদরী জানান, ছেলে মন্টু সুত্রধর (৪০) পরিবারে অশান্তি সৃষ্টি করলে থানায় লিখিত অভিযোগ দেই। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চলে আসি। গত বছরের ২২ আগস্ট এসআই আরিফ আমার ছেলেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট দিয়ে চালান দেই। আমরা তো এমন বিচার চাইনি? কেন মাদক দিয়ে মামলা দিল পুলিশ। যার মামলা নং ২৩।

হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন অভিযোগ করেন, দক্ষিণ বাসুদেবপুর থেকে এক নারীকে আটক করে। আমি ঘটনাটি জানার জন্য থানায় গেলে এসআই আরিফ জানান ওই নারীকে সন্দেহমুলক ভাবে আটক করা হয়েছে। আপনি ব্যস্ত মানুষ। যখন এসেছেন, এই সাদা কাগজে সই দিয়ে চলে যান আমরা তাকে ছেড়ে দিবো। পরে শুনি নওপাড়া বড়চড়া গ্রামের ফারুক সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলায় আমাকে স্বাক্ষি করা হয়েছে। এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না।

এদিকে গত ৬ ডিসেম্বর থানায় দায়েরকৃত এক মামলায় দেখা যায়, পৌর শহরের চারমাথা ডাচবাংলা ব্যাংকের বুথের কাছ থেকে ৬০ পিস ইয়াবাসহ ফারুক সরকার (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করে এসআই আরিফ । তিনি মামলায় উল্লেখ করেন, আসামী ওইস্থানে ইয়াবা নিয়ে অবস্থান করছিল। এসময় সংবাদ পেয়ে তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ফারুককে ইয়াবাসহ আটক করে। কিন্তু এই মামলা অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেল ভিন্ন চিত্র।

মামলার আসামী ফারুকের বৃদ্ধ বাবা নওপাড়া-বড়চড়া গ্রামের মইমুদ্দিন সরকার কান্নাকন্ঠে বললেন, গত বছরের ৬ ডিসেম্বর সকালে খাট্টাউছনা গ্রামে ফারুক তার স্ত্রীর ভাইয়ের কাছে কর্যের টাকা চাইতে গেলে টাকা না দিয়ে উল্টো ফারুককে মারধর করে থানায় ফোন করে। এরপর ফারুক সেখান থেকে চলে আসার পথে ছাতনী ব্রীজের কাছে পৌছালে এসআই আরিফ তাকে মটর সাইকেলসহ আটক করে থানায় নেয়।

খোঁজ পেয়ে থানায় গেলে পুলিশ জানায়, হিলি চারমাথা মোড়ে ফারুককে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। পুলিশ কত টাকা নিয়ে এরকম মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দিল আমার ছেলেকে। আল্লাই এর বিচার করবে?

গত ২ এপ্রিল এসআই আরিফ পালপাড়া এলাকা থেকে ৭৫ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকাসহ রিকাবী চকচকা গ্রামের গোলাম মোস্তফাসহ তিনকে আটক করেন। কিন্তু মামলা এজাহারে ৭৫ পিস ইয়াবা ও ৩০ হাজার টাকা দেখানো হয়েছে।

এ ব্যাপারে গতকাল সোমবার হাকিমপুর থানার এস আই আরিফ এর ০১৭১৭৮৯১৩২৮ নং মোবাইলে এ বিষয়ে জানার জন্য কথা বললে তিনি জানান, এ ঘটনা গত বছরের ডিসেম্বেরে তাই এ বিষয়ে কোনো কিছু জানার থাকলে থানায় এসে যানতে পারেন।

এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত