![সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার ফাইনাল কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/abnews-24,combbbbbbb_135437.jpg)
কুমিল্লা, ১৬ এপ্রিল, এবিনিউজ: বাংলদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার ২০১৮ কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ২৪ টার্গেট ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং র্যাঞ্জে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ, লেফটেনেন্ট জেনারেল মো. নাজিম উদ্দিন পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাশেদ আমীন।
এসময় সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। গত ৮ এপ্রিল শুরু হওয়া প্রতিযোহিতায় বাংলদেশ সেনাবাহিনীর মোট ১৪টি ফরমেশন অংশ নেয়।
চুড়ান্ত প্রতিযোগিতায় ৬স্বতন্ত্র এডিএ ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ৩৩ পদাতিক ডিভিশন দল রানার আপ হয়। ফায়ারিংয়ে ৩৩ পদাতিক ডিভিশনের কর্পোরাল কামাল শেষ্ঠ ফায়ারার এবং ৫৫ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল সাইফুল ২য় ফায়ারার নির্বাচিত হন।
এবিএন/শাকিল মোল্লা/জসিম/তোহা