শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চট্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

চট্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম, ১৬ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাবের পৃথক অভিযানে উদ্ধার হয় এক লক্ষ ৩০ হাজার ২শত পিস ইয়াবা। পৃথক দুই ঘটনায় ইয়াবা পাচারের সাথে জড়িত চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাস।

গতকাল রবিবার গভীর রাত থেকে আজ সোমবার ভোর রাতে ইয়াবাসহ তাদের আটক করা হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানার নিজামপুর এলাকার রেদোয়ান ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে এক লাখ ২৪ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ইয়াবা বহনকারী মাইক্রোবাসের আরোহী মো. সুমন (২৮) ও মো. বিপ্লবকে আটক করা হয়। এছাড়া ইয়াবা বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে আজ সোমবার ভোর রাতে নগরী কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে রশিদ আহম্মেদ (৬০) ও ফরিদ আহম্মেদ (৫২) নামে দুই ইয়াবা পাচারকারীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি পায়ুপথে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রাম এসেছিলেন।

গোপন তথ্য মতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে পায়ুপথে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। পরে বিশেষ উপায়ে তাদের কাছ থেকে পাঁচ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুজনই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়ার বাসিন্দা।

আটক দুজনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত