রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে বোরো ধান ক্ষেতে ব্লাষ্ট রোগের আক্রমন: কৃষকরা হতাশ
কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল ঘোষনা

সিরাজগঞ্জে বোরো ধান ক্ষেতে ব্লাষ্ট রোগের আক্রমন: কৃষকরা হতাশ

সিরাজগঞ্জে বোরো ধান ক্ষেতে ব্লাষ্ট রোগের আক্রমন: কৃষকরা হতাশ

সিরাজগঞ্জ, ১৬ এপ্রিল, এবিনিউজ: সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে মৌসুমি বোরো ধানে ব্লাস্ট নামক রোগ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই শত শত বিঘা জমির ধান ক্ষেত সাদা হয়ে গেছে। এতে সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে। এ রোগ প্রতিরোধে সোমবার থেকে জেলা উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল ঘোষনা করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আরশেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার জেলায় ১ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। রোপনকৃত ধানের ফলনও ভালো হয়েছে। কৃষকদের মুখে হাসি ফুটেছে। আর কিছু দিন পর ধান কাটা ও মাড়াই শুরু হবে। কিন্তু গত কয়েক দিন ধরে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে কৃষকদের ধান ক্ষেতে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবচেয়ে এ রোগ বেশি দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, চৌহালী, উল্লাপড়া, বেলকুচি ও কামারখন্দ উপজেলার বিভিন্ন স্থানে। গত ৩ দিনে এ রোগের আক্রমনে প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষেত বিনষ্ট হয়েছে।

এর মধ্যে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার হেক্টর জমির বোরো ধান এ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের সম্পর্কে তিনি আরো বলেন, কৃষকরা এ বোরো ধানের চাষাবাদে যথা নিয়মে সার প্রয়োগ না করায় ও দিনে গরম রাতে ঠান্ডা জনিত কারণে এই ব্লাস্ট নামক রোগ দেখা দিয়েছে। এ রোগটি ধানের শীষের গোড়ায় আক্রমন করায় শীষসহ ধান গাছ সাদা হয়ে যায়।

এদিকে এ রোগ সরজমিনে দেখার জন্য সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আরশেদ আলী সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বোরো ক্ষেতে এ রোগের আক্রান্ত জমি পরিদর্শন করেন। এসময় ডুমুর গোলামি, হাসিল, চাঁদপাল, ডুমুর ইছা, বাগ ডুমুর, আলোকদিয়া, বৈকন্ডপুর ও হরিনা হাটা গ্রামের আদর্শ কৃষক হারুনর রশিদ মাস্টার, আব্দুল হাকিম, গুঠু মিয়া, আব্দুর রাজ্জাক, আনসার আলী ও আমির হোসেনসহ অনেক কৃষকই আক্ষেপ করে বলেন কষ্ট করে ধানের আবাদ করেছি। কিন্তু স্যার অজানা রোগে আমাদের সর্বনাশ হচ্ছে, বাচান স্যার।

এ পরিদর্শনে জেলা কৃষি বিভাগের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ এস,এম শহিদ নূর আকবর, উপজেলা কৃষি অফিসার নাজমুল হক মন্ডল ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম তফিজ উদ্দিন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে এ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ধান ক্ষেতে টনেডো, ফিলীয়া, লাঠিভো ও দিফা নামক ঔষধ প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট কৃষকদের নির্দেশ দেন তিনি।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত