বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আদমদীঘিতে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

আদমদীঘিতে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

আদমদীঘি (বগুড়া), ১৬ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডের আগামী ১৫ মে উপ-নির্বাচনের সংরক্ষিত আসনের প্রার্থী শাহীনা জোয়ারদার ও নাছিমা বেগম গতকাল সোমবার নির্বাচন অফিসার আয়েশা খাতুনের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আসন্ন আগামী ১৫ মে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত ২নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে আজ সোমবার নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে পুরুষ ২৯৯৪ জন ও মহিলা ২৯৭৭ জন মোট ৫৯৭১ ভোটার তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ইউপি নির্বাচনে সংরক্ষিত ২নং ওয়ার্ডে সফুরা বেগম নির্বাচিত হন। চলতি ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি মাসে ইন্তেকাল করেন।

নির্বাচন অফিসার আয়েশা খাতুন বলেন, আজ সোমবার মনোনয়নের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত শাহীনা জোয়ারদার ও নাছিমা বেগম নামে ২ জন প্রাথী মনোনয়ন পত্র দাখিল করেন।

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত