![চিতলমারীতে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হুমকি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/citalmari_abnews_135448.jpg)
চিতলমারী (বাগেরহাট), ১৬ এপ্রিল, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মোবাইল ফোনে হুমকি দেয়া হয়েছে।
এমন অভিযোগে রথীন্দ্রনাথ বিশ্বাস নামের এক ব্যবসায়ী আজ সোমবার দুপুরে চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এ খবরে এলাকার সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে।
এনজিও ব্যবসায়ী রথীন্দ্রনাথ বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানান, মিশন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে চিতলমারীতে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। বেশ কিছুদিন ধরে অজ্ঞাত এক ব্যাক্তি মোবাইল ফোনে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।
এ ঘটনায় তিনি সোমবার দুপুরে চিতলমারী থানায় (৫৫৮ নং) একটি সাধারণ ডায়েরী করেছেন।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি