![জগন্নাথপুরের জগদীশপুর গ্রামের রাস্তা দখলের চেষ্টা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/abnews-24,combbbbbbbbb_135451.jpg)
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ১৬ এপ্রিল, এবিনিউজ: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর পশ্চিমপাড়া গ্রামে রাস্তা দখলের চেষ্টার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রাস্তার আংশিক অংশ দখলকারী লোকজনদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের আশংকা রয়েছে। রবিবার সরেজমিনে জগদীশপুর গ্রামে গেলে কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জগদীশপুর গ্রামের বাসিন্দা আজিজুল মিয়া, ছালেহ আমীন, লেবু মিয়া, ছমির উদ্দিনসহ অনেকে জানিয়েছেন জগদীশপুর পশ্চিমপাড়া সাবেক মেম্বার আকিবুল মিয়ার বাড়ির গোপাটের রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার লোকজন চলাচল করে আসছেন।
রাস্তাটির প্রস্থ ৪০ফুট থাকলেও তা সরেজমিনে পাওয়া যায়নি। জগদীশপুর পশ্চিমপাড়া গ্রামের একমাত্র রাস্তাটি দিয়ে এলাকায় ৫/৬শত লোকজন প্রতিদিন যাতায়াত করে আসছেন। এক সময় রাস্তাটি গোপাট থাকলেও ক্রমান্বয়ে এলাকাবাসী ও সরকারী বরাদ্ধের মাধ্যমে গোপাটটি পূর্নাঙ্গ রাস্তায় রূপ নেয়। রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া ছাড়া যানবাহন দিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে রাস্তাটি সিসি দ্বারা উন্নয়নের পক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসী জানান, জগদীশপুর গ্রামের মৃত গেদু উল্ল্যার পুত্র আব্দুল কাইয়ুম, মৃত তোয়াজিম উল্ল্যার পুত্র শফিকুল মিয়া ও তোয়াহিদ উল্ল্যার পুত্র পাবেল মিয়া, মৃত সনু মিয়ার পুত্র ইজাজুল মিয়া সহ ৮/১০জন লোক রাস্তাটির আংশিক জায়গা দখল করায় রাস্তাটি সরু হয়ে যায়। যার ফলে রাস্তাটি সিসি দ্বারা উন্নয়নে বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে জগদীশপুর গ্রামের আকিবুল মিয়ার পুত্র ছালেহ আমীন গত ১৫-০৩-২০১৮ইং রাস্তার সাথে মালিকানা ভুমির সীমানা নির্ধারন করার জন্য সরকারি সার্ভেয়ার নিয়োগের মাধ্যমে রাস্তার ভুমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি আবেদন দাখিল করেন।
এলাকাবাসীর ধারনা জগদীশপুর পশ্চিমপাড়া আকিবুল মেম্বারের বাড়ির গোপাটের রাস্তাটি সরকারি সার্ভেয়ার দ্বারা চিহিৃত না করে হলে এক সময় রাস্তাটি বেদখল হয়ে যেতে পারে।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/তোহা