শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বাকাসাস এর সভাপতি পদে রাণীনগরের ওএস মোতাহার হোসেন নির্বাচিত

বাকাসাস এর সভাপতি পদে রাণীনগরের ওএস মোতাহার হোসেন নির্বাচিত

বাকাসাস এর সভাপতি পদে রাণীনগরের ওএস মোতাহার হোসেন নির্বাচিত

রাণীনগর (নওগাঁ), ১৬ এপ্রিল, এবিনিউজ: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) এর কেন্দ্রীয় সভাপতি পদে নওগাঁ জেলা কালেক্টরেটের সহকারী সমিতির সভাপতি ও নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার মো: মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় কমিটি, জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভা (কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন-২০১৮) অনুষ্ঠিত হয়।

এদিন সকালে ঢাকার গুলিস্থান জাতীয় গ্রন্থ কেন্দ্রের মিলনায়তনে বিদায়ী কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী কমিটির মহাসচিব মোঃ মজিবর রহমান মোল্লা, সহ-সভাপতি আয়েত আলী, আব্দুল খালেক, আবু দাইয়ান, যুগ্ম-সম্পাদক ছলিম উদ্দিন ও বিভিন্ন জেলা কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) এর কেন্দ্রীয় কমিটিতে মো: মোতাহার হোসেন (নওগাঁ) কে সভাপতি, মো: শাহীনুর ইসলাম (খুলনা) কে মহাসচিব করে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এদিকে নওগাঁ কালেক্টরেটের সহকারী সমিতির সভাপতি ও নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার মো: মোতাহার হোসেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) এর কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল-ফারুক জেমস, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, ভাইস চেয়ারম্যান হারুনূর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ছনিয়া ইসলাম, বাংলাদেশ উপজেলা পরিষদ এমপ্লয়ীজ এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মো: আনছার আলী, নওগাঁ জেলা কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ সম্পাদক হৃষিকেশ চন্ত্র মন্ডল, রাণীনগর উপজেলা সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম রাইপসহ অনেকেই।

এবিএন/বারিক হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত