বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মদনে জামিনে মুক্তি পেল বিএনপির ৪০ নেতা কর্মী

মদনে জামিনে মুক্তি পেল বিএনপির ৪০ নেতা কর্মী

মদন (নেত্রকোনা), ১৬ এপ্রিল, এবিনিউজ: ৮দিন পর উপজেলা বিএনপি সভাপতিসহ অঙ্গসংগঠনের ৪০ নেতা কর্মী জামিনে মুক্তি পেল। আজ সোমবার নেত্রকোনা দায়রা জজ আদালত এ মুক্তি দেন। গত ৮ এপ্রিল নেত্রকোনা বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিএনপির সভাপতিসহ অঙ্গসংগঠনের ৪০ নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও জামায়াতের ৪৮ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে ৫ফেব্রুয়ারী দ্রুত বিচার ও বিষ্কোরক আইনে ২ টি মামলা দায়ের করেন মদন থানার পুলিশের এস আই জাহেদ আলী। উক্ত মামলার ৫জন আসামীকে জেল হাজতে প্রেরণ করলে ৪ মার্চ জামিনে মুক্তি পায়।

মুক্তিপ্রাপ্ত নেতা কর্মীরা হলেন, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এন আলম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম (বুলবুল), বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ. হেলিম বুলু, উপজেলা যুবদল সভাপতি সাইফ আহম্মেদ (শেকুল), পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম,

উপজেলা ছাত্রদল সভাপতি আমান উল্লাহ সায়েম,পৌর ছাত্রদল সভাপতি এনামুল হক প্রমূখ।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত