বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তারাগঞ্জে ডাঙ্গাবাজারে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তারাগঞ্জে ডাঙ্গাবাজারে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তারাগঞ্জে ডাঙ্গাবাজারে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তারাগঞ্জ (রংপুর), ১৬ এপ্রিল, এবিনিউজ: রংপুরের তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ ডাঙ্গাপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে দোকান মালিকদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীরা তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। গতকাল রবিবার রাত প্রায় ১টার সময় ফরিদাবাদ ডাঙ্গাপাড়া বাজারের বৈদ্যুতিক ত্র“টি হয়ে অগ্নি সংযোগ হয়। এতে ফরিদাবাদ ডাঙ্গাপাড়া বাজারের রেজাউল করিম,সাইফুল ইসলাম, জমির উদ্দিন, কিবরিয়া বাবু,সানু ভূষন,ফকির মিয়া, লাল্টু মিয়া, জালাল উদ্দিন, হযরত আলী, মঞ্জুর মিয়ার ওষধের দোকান অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানিয়েছেন। অগ্নিকান্ডের পরেই স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম মহিউদ্দিন আজম কিরন ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেন।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত