বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পটিয়ায় চলাচলের রাস্তা বন্ধের পায়তারার অভিযোগ

পটিয়ায় চলাচলের রাস্তা বন্ধের পায়তারার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম), ১৬ এপ্রিল, এবিনিউজ: চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বৈলতলী রোডস্থ সূর্যের হাসি ক্লিনিকের পাশের্^ একটি চলাচল রাস্তা প্রতিপক্ষ সন্ত্রাসীরা বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। আল সোমবার পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকার লোকজন এ অভিযোগ করেন। অভিযোগে তারা জানান, আদালতের স্থিতিবস্থা মানছেনা কিছু বখাটে লোক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈলতলী রোড এলাকার বসবাসকারী ব্যবসায়ী মোহাম্মদ সোহেল।

অভিযোগে জানা যায়, উল্লেখিত এলাকায় ১০/১২ পরিবার জায়গা ক্রয় করে দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে বসবাস করে আসছে। সেখানে তাদের চলাচলের একটি রাস্তা রয়েছে। কবরস্থানে যেতেও এ চলাচল রাস্তা দিয়ে যেতে হয়। পৌর কর্তৃপক্ষ উক্ত চলাচল রাস্তার পাশের্^র পুকুরে লোকজন ব্যবহারের জন্য একটি ঘাট নির্মান করেন। এর মধ্যে এলাকার কতিপয় চাঁদাবাজ ব্যবসায়ীদের থেকে চাঁদা চেয়ে না পেয়ে চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করে। এতে গত বছরের ৯ নভেম্বর মোহাম্মদ সোহেল বাদী হয়ে পটিয়া থানায় স্থানীয় মনছুর ও জসিমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।

থানায় অভিযোগ হলে তা থেকে রেহাই পেতে মনছুর ও জসিম, একটি প্লটের মালিক নঈম উদ্দিনকে বাদী করে পটিয়া ১ম সহকারী জজ্ আদালতে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালত অস্থায়ীভাবে উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশ উপেক্ষা করে গত ১২ এপ্রিল ভোর সকাল ৪টায় মনছুর সহ অজ্ঞাতনামা ১০/১২ জন লোক উপস্থিত হয়ে টিনের ঘেরাবেড়া দিয়ে চলাচল পথ বন্ধ করার চেষ্টা করে। এ সময় স্থানীয় বসবাসকারী লোকজন বিক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ করলে টিনের ঘেরাবেড়া ভেঙ্গে চলাচলপথ অবরুদ্ধকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে পটিয়া থানায় আরেকটি অভিযোগ দায়ের হলে, পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া উভয় পক্ষকে আদালতের আদেশ মেনে চলার নির্দেশ দেন। এদিকে চাঁদাবাজ গ্রুপটি ঐ এলাকার বসতবাড়ীর লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। স্থানীয় লোকজন এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত