শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পটিয়ার কেলিশহর পাহাড়ে হাতির আক্রমণে যুবক নিহত

পটিয়ার কেলিশহর পাহাড়ে হাতির আক্রমণে যুবক নিহত

পটিয়া (চট্টগ্রাম), ১৬ এপ্রিল, এবিনিউজ: পটিয়ার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া এলাকার বিধান দে (২৫) নামে এক যুবক বন্য হাতীর আক্রমণে মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টায় পটিয়া উপজেলার পূর্বাঞ্চল কেলিশহর পাহাড়ে পিতা-পুত্র একসাথে বনের লাকড়ী সংগ্রহ করতে গেলে হাতির পালের সামনে মুখোমুখি হয়ে গেলে এসময় ভাগ্যক্রমে পিতা মদন দে পালিয়ে যেতে সক্ষম হলেও পুত্র বিধান দে (২৫) হাতির আক্রমণে নিহত হয়। নিহত বিধান কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের মদন দে’র পুত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এছাড়াও গত বছর এপ্রিল মাসেও হাইদগাঁওয়ের আকবর শাহ মাজার এর সামনে মেম্বার নুরুল ইসলামের ছেলে নজরুল পাহাড়ে পেঁপে সংগ্রহ করতে গেলে হাতির আক্রমনে নিহত হয়। বর্তমানে হাইদগাঁও-কেলিশহর পাহাড়ী এলাকায় হাজার হাজার বসবাসরত মানুষরা চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। জীবনের প্রয়োজনে এলাকার অনেক মানুষ জীবিকার তাগিদে পূর্বাঞ্চল পাহাড়ে বিভিন্ন ফসল, ফলমূল, বনের কাট সংগ্রহ করতে গেলে তাদের মধ্যে হাতির আতংক বিরাজ করে। পটিয়ার পূর্বাঞ্চল পাহাড়ে প্রতিনিয়ত হাতির পাল দিকবেদিক ছুটে বেড়ায় বলে সূত্রে প্রকাশ।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত