![পটিয়ায় যুবলীগ নেতা কর্তৃক হাসপাতালে আইপিএস দান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/abnews-24.bbbbbbb_135489.jpg)
পটিয়া (চট্টগ্রাম,) ১৬ এপ্রিল, এবিনিউজ: বিদ্যুত চলে গেলেই পটিয়া হাসপাতালের জরুরী বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে নেমে আসে ভুতুড়ে অন্ধকার। রোগিদের কষ্ট আর ডাক্তারদের অন্ধকারে মোমবাতি,টর্চের আলো দিয়ে প্রেসক্রিপসন লেখা দেখে আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়ার যুবসমাজের অহংকার শাহরিয়ারের মন সমবেদনায় কেঁদে উঠে। তিনি সিদ্ধান্ত নিলেন নিজের সামর্থঅনুযায়ী যতটুকু সম্ভব হাসপাতালের উন্নয়নে ভূমিকা রাখবেন।
তার সেই উদ্যোগ আজ বাস্তবে পরিণত হলো। তেইশ হাজার টাকায় তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে একটি আইপিএস প্রদান করলেন। সকালে আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু ইউসুফ মো: ওয়াহিদুল্লাহর হাতে আইপিএস তুলে দিন যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: হুমায়ন রশিদ চৌধুরী , যুবনেতা শহিদুল ইসলাম, আরফাতুল ইসলাম মাহমুদ, শহিদুল আলম মুন্না, এরশাদুল আলম, মোতাহেরুল ইসলাম ও বোরহান প্রমূখ।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা