মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থক নিহত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থক নিহত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থক নিহত

খাগড়াছড়ি, ১৬ এপ্রিল, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় দুর্বৃত্তের গুলিতে সূর্য বিকাশ চাকমা নামে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে জেলা সদরের আপার পেরাছড়া এলাকার একটি বাড়ির উঠানে সূর্য বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়দের কাছ থেকে সূর্য বিকাশ চাকমার সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সম্পৃক্ততা থাকার কথা শোনা গেলেও ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা তা অস্বীকার করেন। নিহত সূর্য বিকাশ চাকমা একজন সাধারণ জনগণ দাবি করে তার হত্যাকান্ডের নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান মাইকেল চাকমা।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান।

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ হত্যাকান্ড নিয়ে কোনো পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিবরণে জানা যায়, খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সমর্থক সূর্য্য বিকাশ চাকমা (৫০) নিহত হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে জেলা সদরের আপার পেড়াছড়া এলাকায় এ হত্যাকান্ড ঘটে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত সূর্য্য বিকাশ চাকমা সাবেক খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ২টার দিকে ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা সূর্য্য বিকাশ চাকমাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সূর্য্য বিকাশ চাকমার লাশ উঠোনে পড়ে থাকা অবস্থায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন এ বিষয়ে মুখ খুলছে না।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত