![বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/16/suicide-abnews_24_135506.gif)
শেরপুর (বগুড়া), ১৬ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার শেরপুরের পারিবারিক কলহের জেরে গত দুই দিনে আঞ্জুয়ারা খাতুন (৩৫) ও আফছার আলী (৩৬) নামের ২ জন আত্মহত্য করেছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের মেয়ে আঞ্জুয়ারা খাতুনের সাথে একই গ্রামের ফিদিল হোসেনের ছেলের হায়দার আলীর প্রায় ১৮ বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকে হায়দার আলী শশুড় বাড়িতে ঘর জামাই হিসাবে বসবাস করে আসছে। স্বামী হায়দার আলীর তেমন কোন রোজগার না থাকায় তাদের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
এরই এক পর্যায়ে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে তার নিজের ঘরের তীরের সাথে নাইলনের রশি গলায় লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে আফছার আলী পারিবারিক কলহের জের ধরে গতকাল রোববার দুপুর ১২ টার সময় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/নির্মল