বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • খুলনায় ২০৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ

খুলনায় ২০৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ

খুলনায় ২০৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ

খুলনা, ১৬ এপ্রিল, এবিনিউজ : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ২০৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। দুই দিনব্যাপী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ সোমবার সাধারণ কাউন্সিলর পদে ১৭০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

কাউন্সিলর পদে ২৩৭ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ৪৮ জন ছিল সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী। যাচাই-বাছাইকালে সাধারণ কাউন্সিলর পদে ১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

গত রবিবার মনোনয়পত্র বাচাইয়ের প্রথম দিন মেয়র পদে পাঁচ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত