শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলছড়ির দুই ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফুলছড়ির দুই ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফুলছড়ির দুই ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধা, ১৬ এপ্রিল, এবিনিউজ :গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ও ফজলুপুর ইউনিয়ন পরিষদের সকল পদে সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খন্দকার মোহাম্মদ আলী কাছে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত আমিরুল ইসলাম দুদু, জাতীয় পার্টি মনোনিত আব্দুল বাছেদ সরকার ও বিএনপি মনোনিত লাবলু মিয়া ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুর রহমান লিটন, আজহারুল ইসলাম বাবলু, শাহজাহান আলী, রফিকুল ইসলাম।

অপরদিকে ফজলুপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত আমিনুর রহমান, জাতীয় পার্টি (এ) মনোনিত লাল মিয়া ও বিএনপি মনোনিত জাহাঙ্গীর আলম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু হানিফ, আনছার আলী।

ঘোষিত তফসিল মোতাবেক ১৯ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২৬ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৫ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের নির্বাচনের মনোনয়নপত্র সোমবার দাখিল করা হয়েছে। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনে ১২ এবং সাধারণ সদস্য পদে ৪১ মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সরকার মারা যাওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয় এবং ফজলুপুর ইউনিয়নের সীমানা জটিলতা সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত ছিল। চন্ডিপুর ইউনিয়নে ২০১৬ সালে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সীমানা সংক্রান্ত জটিলতায় আদালতে মামলা দায়ের হলে এতোদিন নির্বাচন স্থগিত থাকে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত