![বিজয়নগরে সাংবাদিককে হুমকি: থানায় জিডি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/brammonbaria@abnews_135545.jpg)
বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া), ১৭ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ভাংচুর ও হামলা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন হরষপুর সিএনজি স্ট্যান্ডের মোস্তাক আহমেদ নামে একজন সিএনজি চালক ও শ্রমিক নেতা।
গত রবিবার সন্ধ্যায় সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী(টিপু) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে বিজয়নগর উপজেলা মোড়ে হরষপুর সিএনজি স্ট্যান্ডের সিএনজি চালক ও শ্রমিকনেতা মো: মোস্তাক আহমেদ এ হুমকি দিয়েছেন ।
এ ব্যাপারে সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) খুবই আতংকের মাঝে রয়েছে। যে কোনো সময় তার উপর আক্রমন ও হামলা হতে পারে বলে আশংকা রয়েছে।
এ ব্যাপারে বিজয়নগর থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। যাহার নং ৬৭৪, তারিখ- ১৬/০৪/২০১৮খ্রি. ।
এবিএন/ এস এম টিপু চৌধুরী/জসিম/নির্ঝর